ভাঙা হলো কাউন্সিলরের ভাইয়ের সেই অবৈধ স্থাপনা

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পশু জবাইখানা ভবনের ছাদের ওপর নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। 

গত ২৩ নভেম্বর অবৈধ এই স্থাপনা নির্মাণ নিয়ে বাংলা ট্রিবিউন একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরেই এ স্থাপনা ভেঙে ফেলা হয় বলে জানিয়েছেন সম্পত্তি ও স্বাস্থ্য  বিভাগের কর্মকর্তারা। 

অভিযোগ ছিল, ডিএনসিসির ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সলিমউল্লাহ সলুর ভাই হাবিউল্লাহ হাবু জবাইখানার একতলা ছাদের ওপর আরও কক্ষ নির্মাণ করার জন্য সিঁড়ি ও কলামের কাজ শেষ করেছেন।

অবৈধ স্থাপনা অপসারণের বিষয়ে ঢাকা উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম বলেন, 'আমরা ওই দিনই (নিউজ প্রকাশের দিনে) মেয়র মহোদয়ের নির্দেশে এই অবৈধ অংশ ভেঙে ফেলেছি।’

আরও পড়ুন:

পশু জবাইখানার ওপরে কাউন্সিলরের ভাইয়ের অবৈধ স্থাপনা