মানবপাচারে জড়িত বাবা-মা-ছেলে

মানবপাচারকারী চক্রে জড়িত বাবা-মা ও ছেলে। এই চক্রের হয়ে দেশ থেকে সাধারণ মানুষকে পাচার করতেন প্রবাসীর স্ত্রী রাশিয়া বেগম। পরে স্বামী ও ছেলের সহায়তায় জিম্মি করে টাকা আত্মসাৎ করতেন এই নারী।

রবিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানবপাচার অপরাধ দমন ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

গতকাল সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থেকে সহকারী পুলিশ সুপার শেখ মো. আব্দুর রাজ্জাক এবং এসআই মো. সিরাজ উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামি রাশিয়া বেগমকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তার স্বামী গ্রিস প্রবাসী আলী হোসেন। আর ছেলে ফ্রান্স প্রবাসী সাব্বির।

এসএসপি নজরুল ইসলাম জানান, স্বামী-ছেলেসহ অন্যদের সহায়তায় ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন। তারপর ভিজিট ভিসায় দুবাই নিয়ে যান। সেখানে আটক রেখে মারধর করে টাকাপয়সা আদায় করতো তারা। পরে সমুদ্রপথে ইরানে পাচার করে ইরানি দালাল চক্রের হাতে তুলে দেওয়া হয়।

ওই চক্র একইভাবে ভিকটিমদের আটক রেখে মারধর করে বাংলাদশে থাকা তাদের পরিবারের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।

আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মানবপাচার দমন ও প্রতিরোধ আইন করা হয়েছে। এতে এক আসামি রাশিয়াকে গ্রেফতার করা হয়। আর বাকিরা পলাতক আছে। এ ছাড়া এই মামলায় আরও ৬ থেকে ৭ জন আসামি অজ্ঞাতনামা বলে জানান এই কর্মকর্তা।