র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. ইউসুফ (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রবিবার (২৭ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ নভেম্বর) বিকালে র‌্যাব-১০-এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।  

এএসপি এনায়েত কবির সোয়েব জানান, প্রতারক ইউসুফ গত ১৬ অক্টোবর সাদ্দাম নামে এক ব্যক্তিকে র‌্যাবের পরিচয় দিয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড এলাকা থেকে মোটরসাইকেলে শনির আখড়ায় নিয়ে যায়। সেখানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে সাদ্দামের কাছে ২০ হাজার টাকা দাবী করে। পরে ভুক্তভোগী সাদ্দাম আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১০ হাজার টাকা এনে ইউসুফকে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

ইউসুফ র‌্যাবের বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি প্রতারণার মামলা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।