অভিবাসী-উদ্বাস্তুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ

অভিবাসী ও উদ্বাস্তুদের স্বাস্থ্য সুরক্ষা তাদের জন্য যেমন প্রয়োজন, তেমনই যে দেশে তারা অবস্থান করছে, সেই দেশের জন্যেও প্রয়োজন।  স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে তাদেরকে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তৃতীয়বারের মতো ‘গ্লোবাল স্কুল অন রিফিউজি অ্যান্ড মাইগ্রেন্ট হেলথ’ বিষয়ক পাঁচ দিনের এক কর্মশালার উদ্যোগ নিয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছর এই অনুষ্ঠান আম্মানে অনুষ্ঠিত হয়েছিল। এবার ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কর্মশালাটি ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বছর বিভিন্ন দেশের আড়াই হাজারের  বেশি  সরকারি কর্মকর্তা, গবেষক, শিক্ষক, এনজিও কর্মকর্তা  কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। ঢাকায় ৫০ থেকে ৬০ জন সশরীরে উপস্থিত থাকবেন এবং বাকিরা অনলাইনে অংশগ্রহণ করবে।