বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয় এমপিওভুক্তির দাবি

দেশের সব বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিওভুক্তিসহ ছয় দফা দাবি জানিয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সামনে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’ আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

তাদের অন্যান্য দাবিগুলো হলো– বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ হতে চাকরি নিয়মিতকরণ এবং বেতন-ভাতা নিশ্চিত করা; শতভাগ বিদ্যালয়ে আধুনিক মানসম্পূর্ণ প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নির্মাণ সুনিশ্চিত করা; প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কারীকুলাম শিগগিরই বাস্তবায়ন করা; প্রতিটি প্রতিবন্ধী স্কুলে একটি করে আধুনিক থেরাপি সেন্টার নিশ্চিত এবং সব শিক্ষার্থীদের মিড-ডে মিল ও শিক্ষা উপকরণ দেওয়া; প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ভাতা ন্যূনতম ৫ হাজার টাকা করে শতভাগ প্রদান সুনিশ্চিত করাসহ শিক্ষা জীবন শেষে প্রত্যেকের আত্ননির্ভরশীল জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করা।

অবস্থান কর্মসূচি থেকে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এ এইচ এম সালেহ বেলাল বলেন, ‘সরকারের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে ২০২০ সালের জানুয়ারিতে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ অনলাইনে আবেদন করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত কোনও অগ্রগতি না হওয়ায় দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই অবস্থান কর্মসূচী।’

তিনি বলেন, ‘মানবেতর জীবনযাপনকারী শিক্ষক-কর্মচারীদের অর্থনৈতিক মুক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের মাধ্যমে সরকার ঘোষিত শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা অবস্থান কর্মসূচী পালন করছি।’

অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ।