শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামি শিপনের মৃত্যুদণ্ড

রাজধানীর বাড্ডায় শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আসামি শিপনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ আদেশ দেন। দণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ইশতিয়াক আলম জনি এ তথ্য জানান।

মামলার অভিযোগ বলা হয়, ২০১৭ সালের ৩০ জুলাই আসামি শিপন বাড্ডায় তার ভাড়া বাসায় ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ বাথরুমে ফেলে রেখে চলে যায়। ঘটনার পরদিন ৩১ জুলাই ওই শিশুর বাবা মেহেদী হাসান মামলা করেন বাড্ডা থানায়।

২০১৯ সালের ২৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ডিবি শাখার পরিদর্শক রাশেদুল আলম আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।