অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা বই পড়ার অভ্যাসে বিঘ্ন ঘটাচ্ছে: প্রধান বিচারপতি

অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা বই পড়ার অভ্যাসে বিঘ্ন ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অ্যাডভোকেট আবুল খায়ের রচিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা আমাদের বই পড়ার অভ্যাসকে অবিরত বিঘ্ন ঘটাচ্ছে। বর্তমানে বইয়ের চেয়ে স্মার্টফোনে ছোঁয়া পড়ছে বেশি। বর্তমান প্রজন্ম যারা আগামীতে আমাদের দেশ গড়ার কারিগর, তাদেরকে এখন থেকেই বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া জরুরি। নতুন প্রজন্মকে সৎ, উদার, সহনশীল খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।

তিনি আরও বলেন, একটি বই একটি জাতিকে পরিবর্তন করে দিতে পারে। মানুষের মধ্যে সৃজনশীল ও মননশীল গুণাবলি তৈরির জন্য বইয়ের কোনও তুলনা নেই। বই পড়ে যে নির্মল আনন্দ পাওয়া যায়, তা অন্যকিছুতে সম্ভব নয় বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি।

এ সময় প্রধান বিচারপতি এই গ্রন্থকারের ৭০ বছর বয়সেও লেখার প্রবণতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন ছাড়াও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির অনেকেই বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল।