আদালতপাড়ায় বিএনপি ও আওয়ামীপন্থী আইবজীবীদের বিক্ষোভ

রাজধানীর পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৩৯ জন নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়েছে। গ্রেফতার আসামিদের মুক্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপিপন্থী আইবজীবীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় আওয়ামীপন্থী আইনজীবীদেরও বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব চিত্র দেখা যায়।

এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিলে ‘জিয়ার সৈনিক এক হও এক হও’ ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক অ্যাকশন’, ‘১০ তারিখের অ্যাকশন ডাইরেক অ্যাকশন’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

আওয়ামীপন্থী আইনজীবীরাও অবস্থান নেন আদালতের সামনে। তারাও নানা স্লোগান দিতে থাকেন এ সময়।

এর আগে এদিন দুপুরে রাজধানীর পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৩৯ জন নেতাকর্মীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দলটির ১১ নেতাকর্মীর সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদন বিষয়ে একই আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এ মামলার অপর আসামিরা হলেন– বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

এর আগে রাজধানীর পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন।