আদালতের নির্দেশনা ছাড়া চাল-ডালের বস্তা ফেরত পাবে না বিএনপি

রাজধানীর নয়া পল্টনে বিএনপি কর্মী এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ৪৭০ জনকে আসামি ও অজ্ঞাতনামা ২ হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

এই মামলায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় ও পঞ্চম তলা থেকে লাল টেপে মোড়ানো আটটি ককটেল উদ্ধার ও নিষ্ক্রীয় করার কথা জব্দ তালিকায় উল্লেখ করে পুলিশ। এছাড়াও অভিযানে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৫ কেজি ওজনের ১৬০টি চালের বস্তা উদ্ধার করার কথাও উল্লেখ করা হয়; যা মোট ৪ হাজার কেজি। ২৫ কেজি ওজনের একটি ডালের বস্তাও এসময় উদ্ধার করা হয়।

আর বিএনপি পার্টি অফিসে তৃতীয় তলায় জেনারেল সেক্রেটারি এর অফিস কক্ষের ভেতর থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করার কথাও লেখা হয় জব্দ তালিকায়।

পল্টন থানায় দায়িত্ব মামলায় জব্দ তালিকায় আরও দেখানো হয়, অসংখ্য ইট পাটকেলের নমুনা স্বরূপ পাঁচটি ভাঙ্গা ইট পাটকেল। অসংখ্য বাঁশের লাঠি থেকে নমুনা স্বরূপ ৮২টি বাঁশের লাঠি। একটি প্রিজনভ্যান যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো শ ১৪০৭২৮ এর সামনের লুকিং গ্লাস দুটি ভাঙা। পুলিশের ব্যবহৃত প্লাস্টিকের ঢাল ৫টি ভাঙা অবস্থায়, পাটের চটের চাটাই তিনটি, বডি ওর্ন ক্যামেরা একটি ভাঙ্গা।

বিএনপি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর বিএনপির প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে ককটেল চাল ও ডালের বস্তা এবং পানির বোতল ও রান্না করা খিচুড়ি উদ্ধারের বিষয়টি গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে জব্দ তালিকায় রান্না করা খিচুড়ির বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি।

পল্টন মডেল থানার এসআই মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় যেসব জিনিস জব্দ করা হয়েছে, তা আদালতে উপস্থাপন করা হয়েছে। চালের বস্তা ও ডালের বস্তা ফেরত দেওয়ার বিষয়ে আদালত নির্দেশনা দেবেন। এসব বিষয় এখন আইনানুগ প্রক্রিয়ার মধ্যে চলে গেছে।