বিএনপির সমাবেশ এলাকায় র‌্যাবের মহড়া

বিএনপির গণসমাবেশ চলা অবস্থায় সায়েদাবাদ বাস টার্মিনালের দিক থেকে র‌্যাবের একটি টিম মহড়া দিয়েছে। এসময় র‌্যাব-১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

শনিবার (১০ ডিসেম্বর) ২টার দিকে সংস্থাটি সায়েদাবাদের দিক থেকে মহড়া নিয়ে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে প্রবেশ করে। এসময় বিএনপির নেতাকর্মীরা র‌্যাবের পেছনে স্লোগান দিতে থাকেন। এর কিছু সময় পরেই পুলিশের একটি দল ওয়ারী উপকমিশনার কার্যালয়ে প্রবেশ করে।

এছাড়াও সকাল থেকে গোলাপবাগে সমাস্থলে নিরাপত্তা জোরদারে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শনিবার বেলা ১১টায় এক ক্ষুদে বার্তার মাধ্যমে র‌্যাবের মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়।

পুলিশ ও গোয়েন্দাদের দায়িত্বশীল সূত্রগুলো আগেই জানিয়েছে, বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত সদস্য, র‌্যাব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনও ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করছেন তারা।