ভারতে নারীপাচার চক্রের এক সদস্য গ্রেফতার

উচ্চ বেতনে সেলাইয়ের কাজের কথা বলে বিভিন্ন বয়সী নারীদের ভারতে পাঠাতো একটি চক্র। ভারত যাওয়ার পরে ওই নারীদের শারীরিক নির্যাতনের পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করা হতো। সোমবার (১২ ডিসেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানবপাচার অপরাধ দমন শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) নজরুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে, রবিবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকা থেকে ওই চক্রের সদস্য কানিজ ফাতেমাকে (৪০) গ্রেফতার করে সিআইডি।

এসএসপি নজরুল ইসলাম বলেন, ‘সিরিয়াস ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার শেখ মো. আব্দুর রাজ্জাক এবং এসআই মো. সিরাজ উদ্দীনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ভারতে মানবপাচার চক্রের ওই সদস্যকে গ্রেফতার করেছে।’

তিনি বলেন, ‘চক্রের অন্য সদস্যদের সহায়তায় ভারতে মোটা বেতনে সেলাইয়ের কাজে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বয়সী নারীদের সংগ্রহ করতো গ্রেফতার কানিজ ফাতেমা। পরে তারা মানবপাচারকারি চক্রের কাছে অর্থের বিনিময়ে ওই নারীদের হস্তান্তর করতো। চক্রটি সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে ভুক্তভোগীদের ভারতে পাচার করতো।’

নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় মানবপাচার দমন আইনে কানিজ ফাতেমার বিরুদ্ধে গত বছরের মার্চে একটি মামলা হয়। মামলার পরে আত্মগোপনে চলে যায় ওই নারী।