অপহরণ করে ৪ বছর পথশিশুকে নির্যাতন, অপহরণকারী গ্রেফতার

চার বছর আগে রাজধানীর গুলশান এলাকা থেকে অপহরণ করা হয় ১২ বছর বয়সী এক কিশোরীকে। পরে থানায় মেয়ে হারানোর একটি সাধারণ ডায়েরি (জিডি) করে দরিদ্র পরিবারটি। বিভিন্নভাবে খোঁজ-খবর করে এত বছরেও মেয়ের সন্ধান পায়নি পরিবার। গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশান থেকে অপহরণকারীকে গ্রেফতারসহ মেয়েটিকে উদ্ধার করেছে র‌্যাব-৩।

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর টিকাটুলি র‌্যাব-৩ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, নির্যাতনের শিকার অসহায় পথশিশুটিকে উদ্ধার ও অপহরণকারী আব্দুল্লাহকে (৩৯) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে গুলশান এলাকার আজাদ মসজিদের সামনে ফুটপাতে ভুক্তভোগী পথশিশুকে ফুল ও কাগজের স্টিকার বিক্রি করতে দেখে নতুন জামাকাপড় কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের মার্কেটে নিয়ে যায় অপহরণকারী।

জামাকাপড়সহ বিভিন্ন ধরনের খেলনা কিনে দিয়ে ভুক্তভোগীকে তার স্টিলের কারখানায় নিয়ে যায় ওই অপহরণকারী। সেখান থেকে গৃহপরিচারিকা হিসেবে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রির জন্য বায়নাপত্র করা হয়। কিন্তু কারখানায় থাকার ফলে শিশুটি অসুস্থ হয়ে যায়। খুব বেশি অসুস্থ হয়ে পড়লে একপর্যায়ে বাধ্য হয়ে আব্দুল্লাহ শিশুটিকে তার নিজের বাসায় নিয়ে যায়। এরপর তাকে দিয়ে গৃহপরিচারিকার কাজকর্ম করাতে থাকে। এই চার বছর তার বাসায় রাখে মেয়েটিকে।

ভুক্তভোগীর জবানবন্দিতে জানা যায়, অপহরণের পর আটক থাকাকালীন শিশুটি বাবা-মার কাছে যাওয়ার জন্য আব্দুল্লাহর কাছে অনেক আকুতি জানালেও তাতে কাজ হয় না। আব্দুল্লাহ এবং তার স্ত্রী হুমকি-ধমকি এবং ভয়ভীতি দেখিয়ে ৪ বছর আটকে রাখে তাকে।

এদিকে, ২০১৮ সালে নিখোঁজের জিডি করার ৪ বছর পার হলেও দরিদ্র দিনমজুর পিতা তার কন্যাসন্তানকে খুঁজে না পেয়ে র‌্যাব-৩-এ একটি অভিযোগ দায়ের করেন। গুলশান থানায় করা জিডির ভিত্তিতে র‌্যাব-৩ ছায়াতদন্ত শুরু জানতে পারে, মেয়েটিকে অপহরণ করে আব্দুল্লাহ বাসায় গৃহকর্মী হিসেবে আটকে রেখেছে।