ছবিতে যান চলাচল বন্ধে জনসাধারণের ভোগান্তি

বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসি) সনদধারীরা শিক্ষকরা শাহবাগ বারডেম হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান নেন। শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন, বাংলামোটর ও কাঁটাবন হয়ে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

পরে শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসের পর সনদধারী চাকরিপ্রত্যাশীরা সড়ক ছেড়ে দিয়েছেন। বেলা ৪টার দিকে তারা সড়ক থেকে উঠে গেলে শাহবাগ থেকে মৎস্য ভবন অভিমুখী সড়কে যান চলাচল শুরু হয়।

তবে সড়ক ছেড়ে দিলেও আবারও শান্তিপূর্ণভাবে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন চাকরিপ্রত্যাশীরা।