অ্যাটর্নি জেনারেল-শেখ তাপসসহ ৫ আইনজীবী সেরা করদাতার তালিকায়

২০২১-২২ করবর্ষে সেরা করদাতা হয়েছেন পাঁচ আইনজীবী। তারা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইনজীবী আহসানুল করিম, আইনজীবী তৌফিকা আফতাব, আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবির।

বুধবার (২১ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’-এর বিধান অনুযায়ী ২০২১-২০২২ কর বছরে (ক) ব্যক্তি-৭৬ (খ) কোম্পানি-৫৩ এবং (গ) অন্যান্য-১২ এই (তিন) ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নাম প্রকাশ করা হলো।

এই তালিকায় সেরা করদাতা হিসেবে ওই পাঁচ আইনজীবীর নাম উঠে আসে।