প্রথমদিনে মেট্রোরেলে ৩ হাজার ৮৫৫টি টিকিট বিক্রয়

ঢাকার প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ জনসাধারণের জন্য সীমিত আকারে চালু হয়েছে। প্রথম দিনেই এতে বিপুল সংখ্যক যাত্রীর সাড়া মিলেছে।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রথমদিনে মোট  ৩ হাজার ৮৫৫টি টিকিট বিক্রি হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৭৫৬টি একক যাত্রার টিকিট। যাত্রীদের প্রত্যেকে ৬০ টাকা পরিশোধ করেছেন।  তাছাড়া ৯৯টি ৫০০ টাকার এমআরটি  টিকিট (পাস কার্ড) সংগ্রহ করেছেন যাত্রীরা।

মেট্রোরেলের (এমআরটিলাইন-৬) উপপ্রকল্প পরিচালক (জনসংযোগ) নজরুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'একক টিকিট ও এমআরটি টিকিট ছাড়াও যাত্রীরা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) দেওয়া র‍্যাপিড পাস দিয়েও মেট্রোরেলে ভ্রমণ করা যায়। এ ধরনের দুটি র‍্যাপিড পাস বিক্রি হয়েছে।'