ফরেন সার্ভিস অ্যাকাডেমির নতুন রেক্টর মাশফি বিনতে শামস

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাশফি বিনতে শামসকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

যোগদানের তারিখ হতে দুই বছর মেয়াদে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়— ‘অবসর-উত্তর ছুটি এবং তার সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত শর্তে তাকে নিয়োগ দেওয়া হলো।’

নবম ব্যাচের কর্মকর্তা মাশফি বিনতে সামস পররাষ্ট্র  মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৭ ডিসেম্বর পিআরএল-এ যান। তিনি নেপালের রাষ্ট্রদূতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।