শাহবাগে চোরাই মোবাইল বিক্রি করতো তারা

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৭৪টি চোরাই মোবাইলসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) র‌্যাব-১০-এর একটি দল রাজধানীর শাহবাগ থানার অধীনে গুলিস্থান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তারা হলো মো. আনোয়ার হোসেন (৪০), মো. জয়নাল (২৮) ও মো. তাজুল ইসলাম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৭৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা চোরাই মোবাইল ফোন মজুত, কেনাবেচার অপরাধে তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তারা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করতো। পরে শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানান র‌্যাব-১০-এর অধিনায়ক।