শাহজালালে ২ কেজি স্বর্ণসহ যাত্রী ও কর্মী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ বিমানবন্দরের কর্মী ও এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জানান এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

জানা গেছে, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর এপিবিএনের গোয়েন্দা দল তাদের দুজনকে আটক করে। এ সময় তাদের কাছে ১৬টি গোল্ডবার এবং ৯৯ গ্রাম গোল্ড জুয়েলারিসহ মোট ১৯৫৫ গ্রাম গোল্ড উদ্ধার করা হয়।

জিয়াউল হক জানান, আজ সন্ধ্যা ৭টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রী জুয়েল (৩০) নামে যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন। তিনি আগে থেকে ফোনে যোগাযোগ করে রাখা হেল্পলাইন স্টাফ আমজাদের (৩৭) সঙ্গে দেখা করেন। এ সময় ৪ নম্বর এরাইভাল লাগেজ বেল্টের কাছে যাত্রী জুয়েল হেল্পলাইন স্টাফ আমজাদের কাছে একটি কালো রঙের পাওয়ার ব্যাংক এবং টেপে মোড়ানো ৪ পিস গোল্ডবার দেন। এ সময় যাত্রীর কাছে আরও দুটি গোল্ড বার এবং ৯৯ গ্রাম সোনার গয়না ছিল।

এপিবিএনের গোয়েন্দা দল সন্দেহের ভিত্তিতে তাদের দুজনকে আটক করে। এ সময় জুয়েলের কাছে থাকা পাওয়ার ব্যাংকের ভেতরে লুকিয়ে রাখা ১০টি গোল্ডবার পাওয়া যায়। এ ছাড়া তল্লাশি করে আরও চারটি গোল্ডবার পাওয়া যায়। অপরদিকে যাত্রীকে তল্লাশি করে আরও দুটি গোল্ডবার এবং গয়নাসহ মোট ১ হাজার ৯৫৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

আমর্ড পুলিশ জানিয়েছে, যাত্রী জুয়েল এবং হেল্পলাইন স্টাফ আমজাদকে জিজ্ঞাসাবাদে তারা স্বীখার করেছেন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একই পদ্ধতিতে সোনা চোরাচালান করতেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।