ইজতেমার দ্বিতীয় পর্বে গাড়ি পার্কিংয়ে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এসেছেন। তাদের পরিবহনকারী যানবাহন টঙ্গী ও উত্তরার প্রধান সড়কে পার্ক না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই মধ্যে ডিএমপির পক্ষ থেকে মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানই গাড়ি পার্ক করতে বলা হয়েছে।

ডিএমপির উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (২০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমা। ইজতেমাকে কেন্দ্র করে যানজট এড়াতে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা মেনে চলতে আগত মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।

যেসব জায়গায় পার্ক করা যাবে না

খিলক্ষেত থেকে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে কোনও যানবাহন পার্ক করা যাবে না।

পার্কিংয়ের জন্য যেসব জায়গায় নির্ধারণ করা হয়েছে

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য পার্কিংয়ের নির্ধারণ স্থান: উত্তরা ১৬ নম্বর সেক্টর এলাকাধীন বিজিএমইএ ভবন, ১০ নম্বর, ১১ নম্বর ৫ নম্বর ব্রিজের ঢালে।

সিলেট বিভাগের জন্য পার্কিংয়ের নির্ধারণ স্থান: উত্তরা ১৫ নম্বর সেক্টর ২ নম্বর ব্রিজের ঢাল থেকে উলোদাহা মাঠ পর্যন্ত।

খুলনা বিভাগের জন্য পার্কিংয়ের নির্ধারণ স্থান: উত্তরা ১৭ এবং ১৮ নম্বর সেক্টরের খালি জায়গা (বউবাজার মাঠ)।

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জন্য পার্কিংয়ের নির্ধারণ স্থান: প্রত্যাশা হাউজিং।

বরিশাল বিভাগের জন্য পার্কিংয়ের নির্ধারণ স্থান: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

ঢাকা মহানগরীর জন্য পার্কিংয়ের নির্ধারণ স্থান: ৩০০ ফিট রাস্তা এলাকায় খালি জায়গা।

ডিএমপি উত্তরা ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় গাড়ির চালক ও হেলপারকে গাড়িতে অবস্থান করতে হবে। মালিক ও চালককে একে অপরের মোবাইল ফোন নম্বর রাখতে হবে, যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরে সঙ্গে যোগাযোগ করতে পারেন।