দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ

দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসকদের (ডিসি) তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসকরা (ছবি: ফোকাস বাংলা)

একই সঙ্গে তিনি ১০৬ নম্বরে ফোন করে দুর্নীতির তথ্য জানাতে মানুষকে সচেতন করতে বলেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসকরা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাই জেলায় কোনও দুর্নীতি হলে তথ্য পাওয়ার অনেক সোর্স রয়েছে তাদের। দুর্নীতির তথ্য পেলে বসে না থেকে যেন সঙ্গে সঙ্গে তারা পদক্ষেপ নেন, যেন দুর্নীতি বন্ধ হয়—এমন অনুরোধ জানিয়েছি জেলা প্রশাসকদের।