চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশলীর ওপর হামলায় আইইবি’র নিন্দা

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেছে প্রতিষ্ঠানটি।  

সোমবার (৩০ জানুয়ারি) আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় আইইবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৯ জানুয়ারি) বিকালে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারি কাজ করছিলেন। এ সময় তার কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার ঢুকে পড়েন। কথা বলার এক পর্যায়ে অতর্কিত তার ওপর হামলা করেন ঠিকাদাররা। এ সময় তারা উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন।

আইইবি মনে করে, সম্পূর্ণ বেআইনীভাবে প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভভাবে লাঞ্ছনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে এ ধরণের ঘটনায় সারা দেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে বিঘ্ন ঘটবে। 

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান আইইবি।