ঢামেকে অজ্ঞাত এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুরাতন ভবনের নিচতলার ১১০ নম্বর ওয়ার্ডের পাশে বাথরুমের সামনে থেকে শারীরিক এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কে বা কারা শিশুটিকে সেখানে একটি টেবিলের উপরে রেখে চলে গেছেন। শিশুটি কথা বলতে পারে না। তার কোনও অভিভাবককে সেখানে পাওয়া যায়নি।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে লোকজন বাথরুমে যাওয়ার সময় শিশুটি চোখে পড়ে। খোঁজাখুঁজি করেও শিশুটির কোনও স্বজনকে না পেলে হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘শিশুটির কোনও স্বজনকে সেখানে পাওয়া যায়নি। সে প্রতিবন্ধী, তার বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর হবে। পরে বিষয়টি হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক সাহেবকে অবহিত করি। ওনার পরামর্শক্রমে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুরের মাধ্যমে বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শিশু বিভাগের ২০৮ নম্বর ওয়ার্ড এ শিশুটিকে ভর্তি করানো হয়।’

এদিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি বাক প্রতিবন্ধী। তবে তেমন শারীরিক কোনও সমস্যা (রোগ) নেই। যদি কোনও সমস্যা বা অসুস্থ না হয়ে থাকে, সেক্ষেত্রে আইনানুগভাবে যা করতে হয়, আগামীকাল পরিচালক স্যার সেই ব্যবস্থা নেবেন। 

এসব ক্ষেত্রে কী করা হয়, জানতে চাইলে বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটি যদি সুস্থ থাকে, তার কোনও ওয়ারিশ পাওয়া না যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানাকে অবহিত করে হাসপাতালের সমাজ সেবা বিভাগের মাধ্যমে শিশু আশ্রয় কেন্দ্রে দিয়ে দেওয়া হয়।’