অমর একুশে বইমেলা

আজকের নির্বাচিত বই

গত দুদিন ছুটির দিন হওয়ায় অমর একুশে বইমেলায় লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। তবে মেলার পঞ্চম দিন রবিবার (৫ ফেব্রুয়ারি) বইমেলা ছিল হালকা মেজাজে। লোক সমাগম কিছুটা কম দেখা গেলেও বিক্রিয়কর্মীরা বলছেন এটা স্বাভাবিক চিত্র।

এদিন মেলায় নতুন বই এসেছে ৭৩টি। এরমধ্যে-গল্প ৪, উপন্যাস ১৪, প্রবন্ধ ১২, কবিতা ১২, ছড়া ১, শিশুসাহিত্য ২, জীবনী ৪, মুক্তিযুদ্ধ ১, বিজ্ঞান ১, ভ্রমণ ৪, ইতিহাস ৭, রাজনীতি ১, চিকিৎসা ১, অনুবাদ ১, সায়েন্স ফিকশন ১ এবং অন্যান্য ৭টি।

বইমেলায় প্রকাশিত বইয়ের ওপর বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে থাকছে আজকের নির্বাচিত বই-

ব্রিটিশ নন্দিনী, লেখক—আফতাব হোসেন, প্রকাশক-ঐতিহ্য, প্রচ্ছদ-ধ্রুব এষ, মূল্য-৪৪০ টাকা।

সিভিল বাংলাদেশ ও আর্মি ব্যুরোক্রেসির লড়াই, লেখক-আবদুল গাফফার চৌধুরী, প্রকাশক-আগামী প্রকাশনী, প্রচ্ছদ-মোস্তাফিজ কারিগর, মূল্য-২৫০ টাকা।

রুদ্ধ হাওয়ার দিন, লেখক—সাব্বির জাদিদ, প্রকাশক-এতিহ্য, প্রচ্ছদ-ধ্রুব এষ, মূল্য-২৫০ টাকা।

বঙ্গবন্ধু: নদী নৌকা নারী, লেখক-ডা. ড, এম ফিরোজ শাহ, প্রকাশক-আগামী প্রকাশনী, প্রচ্ছদ-ধ্রুব এষ, মূল্য-৩৫০ টাকা।

চিলেকোঠার ডাকপিয়ন, লেখক-রবিউস সানী, প্রকাশক-নব সাহিত্য প্রকাশনী, প্রচ্ছদ-কারুধারা, মূল্য-২০০ টাকা।