দক্ষিণখানে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সেলিম (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আমিনুল ইসলাম (৩০) নামের আরেক  শ্রমিক আহত  হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) বিকাল সোয়া ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিক্যালে নেওয়া হয়। সেখান থেকে দুজনকেই রাত ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির সহকর্মী তারা মিয়া ও সোহাগ আহমেদ জানান, ফায়দাবাদে সেফটি ডুয়েল ডেভেলপমেন্ট লিমিটেডে নামক প্রতিষ্ঠানের ৯ তলা নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলার বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন দুই শ্রমিক। এ সময় তাদের কোমরে বাঁধা সেফটি বেল্ট ও রশি ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন তারা।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সেলিম চাঁপাইনবাবগঞ্জ জেলার তরিকুল ইসলামের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।