বাংলাদেশে প্রথম ক্যাপ-এর স্বীকৃতি পেলো ল্যাবএইড

কলেজ অফ আমেরিকান প্যাথলজিস্টসের (ক্যাপ) অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) পেয়েছে ল্যাবএইড লিমিটেডের (ডায়াগনস্টিকস) ধানমন্ডি শাখা। ল্যাবএইড এই অ্যাক্রেডিটেশন অর্জনকারী প্রথম বাংলাদেশি ল্যাবরেটরি এবং বিশ্বব্যাপী আট হাজারের বেশি ক্যাপ অ্যাক্রেডিটেশন প্রাপ্ত ল্যাবরেটরিগুলোর মধ্যে একটি।

ক্যাপ অ্যাক্রেডিটেশন একটি টিম পরিদর্শনে এসে হাসপাতালটিকে এই স্বীকৃতি দিয়েছে। এই প্রক্রিয়ার আওতায়, ক্যাপ-এর পরিদর্শকরা ল্যাবরেটরির রেকর্ড এবং বিগত দুই বছরের ল্যাব পরীক্ষা পদ্ধতির যাবতীয় মান নিয়ন্ত্রণ পরীক্ষা-নিরীক্ষা করে।

এ ছাড়াও পরিদর্শকরা কর্মীদের যোগ্যতা, সরঞ্জাম, সুবিধা, নিরাপত্তা প্রোগ্রাম ও রেকর্ড এবং সামগ্রিক ব্যবস্থাপনা পরীক্ষা করেন। এর মাধ্যমে ক্যাপ রোগ নির্ণয়ের সব ক্ষেত্রে সর্বোচ্চ মান রক্ষার বিষয়টি নিশ্চিত হয়।

সম্প্রতি ল্যাবএইড গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম সকলের নিকট চিকিৎসা ক্ষেত্রে ক্যাপ অ্যাক্রেডিটেশন-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। ল্যাবএইড-এর পক্ষ থেকে এই সাফল্য উদযাপন করা হয়।