শ্রমজীবী মানুষের দাবি আদায়ে নতুন শ্রমিক জোটের আত্মপ্রকাশ

শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিতের লক্ষ্যে শ্রমিক সংগঠনগুলোর নতুন জোট ‘সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)’ আত্মপ্রকাশ করেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নতুন এ জোটের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন। মূল বক্তব্য পাঠ করেন নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান থাকা সত্ত্বেও স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্রে শ্রমিক শ্রেণির স্বার্থ সংরক্ষিত হয়নি। শ্রমিক সংগঠনগুলোকে দলীয় রাজনীতির লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। গতানুগতিক ট্রেড ইউনিয়নের পাশাপাশি রাষ্ট্রীয় নীতিনির্ধারণী সব পর্যায়ে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি নিয়ে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– ইঞ্জিনিয়ার ফয়েজ হোসেন, ইঞ্জিনিয়ার ওসমান গণি, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

এসএসপি’র জোটভুক্ত সংগঠনগুলো হলো– বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বিপ্লবী শ্রমিক সংহতি, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার্স সমিতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক জোট, বাংলাদেশ শ্রমিক কল্যাণ মজলিস, জাতীয় শ্রমিক পার্টি, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন, শ্রমজীবী পরিষদ।