প্রকাশিত হয়েছে ‘এই ঘরে কোনো খুনি নেই’



অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক শেরিফ আল সায়ারের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘এই ঘরে কোনো খুনি নেই’। মঙ্গলবার বইটি প্রকাশিত হয়েছে।
বইটি প্রকাশ করছে প্রকাশনী সংস্থা আদর্শ। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী প্রান্ত ঘোষ দস্তিদার। সমাজ বাস্তবতা, রাষ্ট্রের নানান সংকট এবং শহুরে মানুষের জীবনের সঙ্গে ঘটে যাওয়া অমানবিক পরিণতি উঠে এসেছে লেখকের অধিকাংশ গল্পে।  
‘এই ঘরে কোনো খুনি নেই’ গল্পগ্রন্থে ১১টি গল্প স্থান পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গল্প হলো - সর্প ভাইয়ের গল্প, এই ঘরে কোনো খুনি নেই, অনির্দিষ্ট যাত্রা, রঞ্জনের এক রাত, অরাজনৈতিক মৃত্যু এবং কয়েকটি সংখ্যা, বিজ্ঞাপনের বিয়ে, জীবনের অজানা ইতিহাস।  
এটি লেখকের তৃতীয় গ্রন্থ। এর আগে ২০১২ সালে প্রথম গল্পগ্রন্থ ‘কয়েকটি অপেক্ষার গল্প’ এবং ২০১৫ সালে গবেষণামূলক গ্রন্থ ‘শাহবাগের জনতা’ প্রকাশিত হয়।
শেরিফ আল সায়ার বর্তমানে বাংলা ট্রিবিউনের গবেষণা বিভাগের ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

/এসটি/