আজকের আবহাওয়া: ২৬ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজকের পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৬টা ২৩ মিনিটে।
পরবর্তী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপ এবং যশোরে: ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়: ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।