জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন পুলিশের ১৮০ জন

বাংলাদেশ পুলিশের নারী ফরমড পুলিশ (এফপিইউ) ইউনিটের ১৮০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।  শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশ ছাড়েন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পুলিশ সুপার মারুফা ইয়াসমিনের নেতৃত্বে বিএএনএফপিইউ-১ (রোটেশন ১৬)মোনাস্কো,ডিআরসি’র সদস্যরা বিএএনএফপিইউ-১ (রোটেশন ১৫) মোনাস্কো,ডিআরসি’র স্থলাভিষিক্ত হবে। এ ফরমড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার মোহাম্মদ শফিউল ইসলামসহ ১৪ জন কমান্ডিং স্টাফ রয়েছেন।

পুলিশ সদর দফতারের ডিআইজি (অপারেশনস্) হায়দার আলী খান এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ সেকশনের সদস্যরা ডিআর কঙ্গোগামী শান্তিরক্ষীদের বিমানবন্দরে বিদায় জানান।

উল্লেখ্য, ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের এফপিইউ পাঠানো হয়।  

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। বিগত তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ সদস্যরা পেশাদারিত্ব এবং কর্মদক্ষতায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর কাছে আস্তার প্রতীক হয়ে উঠেছেন। বিশ্ব শান্তিরক্ষার দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৩ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।