সিদ্দিকবাজারে বিস্ফোরণ

ভবনটির সামনের সড়ক খুলে দেওয়া হতে পারে কাল

সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বংশাল থেকে গুলিস্তান পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি যাচাই করে বৃহস্পতিবার সকাল থেকে গাড়ি চলাচলের জন্য সড়কটি পুরোপুরি খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জিএম (পরিবহন) হায়দার আলী বলেছেন, বংশাল থেকে গুলিস্তান যাতায়াতের সড়কটির পশ্চিম পাশ দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণস্থলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হায়দার আলী বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই ওই রাস্তায় গাড়ি চলাচলও ঝুঁকিপূর্ণ। এজন্য বংশাল থেকে গুলিস্তান পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে। কাল অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লালবাগ বিভাগের উপ-কমিশনার (ট্রাফিক) আসমা ছিদ্দিকা মিলি বাংলা ট্রিবিউনকে বলেন, বিস্ফোরিত ভবনের সামনের রাস্তা থেকে সিটি করপোরেশন ময়লা সরিয়ে নিলে আমরা আগামীকাল সকাল থেকে গাড়ি চলাচলের সিদ্ধান্ত নিবো। আগামীকাল অফিসযাত্রীরা যেন ভোগান্তিতে না পড়ে সেদিকটি খেয়াল রেখে পদক্ষেপ নেওয়া হবে।

তবে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীর সঙ্গে আলোচনা করি সিদ্ধান্ত নিবো।