বেজমেন্টে থাকা মার্কেটের বিরুদ্ধে অভিযান শুরু হবে

রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনের বেজমেন্টে থাকা মার্কেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আগামী সাত দিন এই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যেসব ভবনের বেজমেন্টে মার্কেট রয়েছে তার একটি তালিকাও করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজউক সূত্র বলছে, তাদের অনুমোদন নেওয়ার পর সঠিক নকশা মোতাবেক যেসব ভবন নির্মাণ করা হয়নি বা অনুমোদন না থাকার পরও যেসব ভবনের বেসমেন্টে মার্কেট বানানো হয়েছে, ভাড়া দেওয়া হচ্ছে, এর সবই এক কথায় অবৈধ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। এরইমধ্যে আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং তা চলছে। এখন পর্যন্ত ২৩২টি ভবন চিহ্নিত করা হয়েছে। সেই ভবনগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্দিকবাজারের বিস্ফোরণস্থল (ছবি: ফোকাস বাংলা)

রাজউক কর্মকর্তারা আরও বলছেন, রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে যেসব ভবন ঝুঁকিপূর্ণ মনে হয়েছে তাদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এরইমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। যে প্রতিষ্ঠানগুলোর যে ধরনের কাজ রয়েছে, তারা সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিয়ে সমন্বিতভাবে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন ভবনের বেজমেন্টে অনেকেই মার্কেট বানিয়েছেন। বেজমেন্টে মার্কেট বানানোর কোনও অনুমতি রাজউক দেয় না। যদিও রাজধানীর বিভিন্ন জায়গায় বেজমেন্টে মার্কেট পরিচালনার বিষয়টি দেখতে পাওয়া যায়। অজ্ঞাত কারণে সেসব বেজমেন্ট মার্কেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।

সিদ্দিকবাজারের বিস্ফোরণস্থল (ছবি: ফোকাস বাংলা)

রাজউকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, রাজউকের আওতাধীন যে এলাকা রয়েছে সে এলাকায় ২০১৯ সাল থেকে নকশা থেকে শুরু করে সবকিছু ডিজিটালাইজেশন হয়েছে। এর আগে যেসব ভবনের অনুমোদন নেওয়া হয়েছিল তার কাগজপত্র ডিজিটালাইজেশনের আওতায় আসেনি, ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। রাজধানীতে অনেক পুরোনো ভবন রয়েছে। সেগুলোর অনুমোদন সম্পর্কে তথ্য জানতে হলে কিছুটা সময় লাগে। এরপরও রক্ষণাবেক্ষণ এবং দেখভালের দায়িত্বে থাকা রাজউকের কর্মকর্তারা নকশাবহির্ভূত ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের পরিচালক উন্নয়ন তন্ময় দাস বাংলা ট্রিবিউনকে বলেন, যত বেজমেন্ট মার্কেট রয়েছে সেগুলোর তালিকা করা হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।