খাদ্যে ভেজালকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

খাদ্যে ভেজালকারীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে 'নিরাপদ খাদ্য চাই' নামে একটি সংগঠন। শুক্রবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ ছাড়া দুনিয়ার কোথাও নিরাপদ খাদ্যের দাবিতে আন্দোলন করতে হয় না। খাদ্যে ভেজাল মেশানোর মাধ্যমে প্রতিনিয়ত নীরবে মানুষ হত্যা করছে ভেজালকারীরা। ভেজাল খাদ্য পারমানবিক বোমার চেয়েও ভয়ংকর।

খাদ্যে ভেজালকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তারা আরও বলেন, এসব ভেজালকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারাদেশে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে এবং মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

নিরাপদ খাদ্য চাই—এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহীম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হাজী মো. ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, মো. ইউসুফ, শাহ আলম আজিজ, রাকিবুল ইসলাম রুবেল, বরকত উল্ল্যা, মো. ইসমাইল ভূইয়া মামুন প্রমুখ।