শিরিন ম্যানশনে বিস্ফোরণে দগ্ধ আশা মারা গেছেন

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আশা (২৬) মারা গেছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টা ৩৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। আশার গ্রামের বাড়ি চাদপুরে, বর্তমানে রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন।

প্রসঙ্গত, এর আগে রবিবার (৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে ভবনটির তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের ভবনও কেঁপে ওঠে। ভূমিকম্প হচ্ছে মনে করে অন্যান্য ভবনের লোকজন নিচে নেমে আসে। বিস্ফোরণের পরপর আগুন ধরে যায় শিরিন ম্যানশনে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ঘটনার দিনেই তিন জন নিহত হন। এছাড়াও এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।