মাদারীপুরে সড়ক দুর্ঘটনা: ঢামেকে দুই জনের মৃত্যু

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরও সাত জন ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (১৯ মার্চ) ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের দুই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের আনুমানিক বয়স ৬৫ ও ৩২ বছর। 

এ নিয়ে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঢামেকে ভর্তি আহতরা হলেন, আ. হামিম (৫৫), শেখ ফয়সাল আহমেদ (৪০), বদরুদ্দোজা (৩০), পংকজ কান্তি ঘোষ (৫০) ঝুমা আক্তার (৩৪), মো. এনামুল (৪০) ও বুলবুল (৫০)।

এর আগে আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।