রাজধানীতে পাম্পে ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মুগদায় একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়ার একটি ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। সাদ্দাম হোসেন তালুকদার (৩৪) নামে ওই যুবক ট্রাক চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় হিমেল (২৫) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি সিলিং স্টেশন পাম্পে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মুবায়দুল ইসলাম।

তিনি বলেন, ‘ট্রাকটি বসুন্ধরা এলাকায় মালামাল আনলোড করে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথে মুগদায় ভোর ৫টার দিকে সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য থামে। এসময় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক শ্রমিক সাদ্দামের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরেক শ্রমিক হিমেল সামান্য আহত হয়েছেন।’

আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ট্রাকের সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ বা গ্যাস ওভারলোড হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।’

মৃতের চাচাতো ভাই মামুন তালুকদার বলেন, ‘সাদ্দাম তিন বছর ধরে ট্রাকের হেলপার হিসেবে কাজ করছিল। আজ সকালে পুলিশের মাধ্যমে তার দুর্ঘটনার খবর পেয়ে মর্গে এসে তাকে মৃত অবস্থায় পাই।’ 

মৃত সাদ্দাম শরীয়তপুর নদিয়া উপজেলার চামটা গ্রামের মৃত আব্দুল সালাম তালুকদারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। বর্তমানে মীর হাজীরবাগ যাত্রাবাড়ীতে একটি মেসে থাকতো।