মগবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় আনিসুল হক শাকি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ‘লাব্বাইক’ পরিবহনের যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছেন। হাতিরঝিল থানার উপপরিদর্শক আব্দুল কাদির এ তথ্য জানিয়ে বলেন, সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভারের ঢালে হাসপাতালের সামনে লাব্বাইক বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক যুবক আনিসুল হক ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভগ্নিপতি আলামিন বলেন, ‘আনিসুল হক উত্তরা দক্ষিণখান থেকে মোটরসাইকেল চালিয়ে মগবাজার সোনালীবাগে আমাদের বাসায় আসছিল। মগবাজার ফ্লাইওভারের ঢালে লাব্বাইক পরিবহনের বাসটি পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।’ 

কিশোরগঞ্জ সদর উপজেলার ভোলাই গ্রামের আব্দুল সালামের ছেলে আনিসুল হক। বর্তমানে উত্তরায় দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকায় একটি মেসে থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।