মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মো. আব্দুল খালেককে (৭৩) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) পুলিশের বিশেষ এই ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ‘মামলা হওয়ার পর থেকে সে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ২০১৯ সালের ২৮ মার্চ মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। রায়ে সেসহ অন্যান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার সাতটি অভিযোগ প্রমাণিত হয়। রায়ে অন্য আরও চার পলাতক আসামির সঙ্গে আব্দুল খালেক তালুকদারকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।