শখের কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো তরুণের

রাজধানীর পল্লবীতে উড়ে যাওয়া শখের কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শহিদুল মণ্ডল (২১) নামে এক তরুণ। গতকাল রবিবার (২৬ মার্চ) সকালের এই ঘটনায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

মৃত শহিদুল মণ্ডল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মৃত চান মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে ইলিয়াস মোল্লার (এমপি) বস্তিতে থাকতেন।

মৃতের বড় ভাই আরিফুল মণ্ডল জানান, তার ভাই কবুতর পালতে ভালোবাসতেন। বেশ কিছুদিন আগে কয়েকটি কবুতরও কিনেছিলেন। পাশাপাশি পোশাক কারখানায় চাকরি করতেন। তবে গত এক মাস আগে তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। বেশিরভাগ সময়ই কাটতো কবুতর নিয়ে। ঘটনার আগের দিন কবুতরগুলো ছেড়ে দিলে পাঁচটি কবুতরের মধ্যে চারটি ফিরে আসলেও একটি আসেনি। সেটিকে খুঁজতে খুঁজতে ওই এলাকার একটি বৈদ্যুতিক খুটিতে বসে থাকতে দেখেন। সেখানে কবুতরটিকে ধরতে রবিবার সকালে বৈদ্যুতিক খুটি উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগত-রাত ২টার দিকে সে মারা যায়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত মৃতদেহটি হস্তান্তর করেন। মৃতের ভাই আরও বলেন, ছয় ভাই দুই বোনের মধ্যে সে ছিল পঞ্চম। তাদের বাবা মা দু'জন তাদের ছোট রেখে মারা গেছেন। পল্লবীর ওই বস্তিতে তারা চার ভাই থাকতেন।