রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটির চালক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলটির চালককে আটক করেছে পুলিশ।

নিহতের নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্সের তৃতীয় বছরের শিক্ষার্থী বলে জানা গেছে। 

শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে সাড়ে ১০টার দিকে ধানমন্ডি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে (পাঠাও) চড়ে কামরাঙ্গীচর বাসার উদ্দেশে যাওয়ার পথে লালবাগ বেড়িবাঁধ শামীম গার্মেন্টসের সামনে রাস্তায় কাভার্ডভ্যানের ধাক্কায় পড়ে গুরুতর আহত হয়ে পড়ে থাকেন। 

খবর পেয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে রাত সোয়া ১২টায় দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ শনিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এছাড়া দুই বাহনের চালককেও আটক করা হয়েছে। 

নিহত সানজিদা নোয়াখালী জেলার সোনাইমুড়ি ওয়াসেটপুর গ্রামের আবু তাহেরের মেয়ে।