জামিন পেলেন রানা প্লাজার মালিক সোহেল রানা

সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবনমালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার জামিনের মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রানার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী কামরুল ইসলাম।

এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।

এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবনমালিক সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করে র্যা ব। পরে তার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।