ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে নরওয়ের রাষ্ট্রদূতের শোক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-এসভেন্ডসেন। এক টুইট বার্তায় রাষ্ট্রদূত ডা. জাফরুল্লাহ চৌধুরীকে একজন ‘জায়ান্ট’ (বড় মাপের মানুষ) হিসেবে অভিহিত করেন।

২০২২ সালে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময়ে একটি অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর উপস্থিতির কথা স্মরণ করেন তিনি।

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরী রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শুক্রবার (১৪ এপ্রিল) আড়াইটার দিকে ২টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইসএ মাঠে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর পঞ্চম এবং শেষ জানাজা সম্পন্ন হয়। পরে বিকাল ৩টায় গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে তাকে দাফন করা হয়।