৯৯৯-এ কল, যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার

৯৯৯-এ ফোন পেয়ে ফরিদপুরে যৌনপল্লি থেকে এক তরুণীকে (১৯) উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা দেড়টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি জানান, চাকরির প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে দুই মাস আগে ফরিদপুরের যৌনপল্লিতে ঠাঁই হয় ওই তরুণীর। বান্দরবানের লামা থানার অধিবাসী তিনি।

আনোয়ার সাত্তার জানান, সোমবার রাত সাড়ে ৮টায় ওই তরুণীর কল পেয়ে ৯৯৯ সদর দফতর থেকে তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ দলের নেতৃত্বে থাকা এস আই নাঈম ৯৯৯-কে জানান, তারা ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। অভিভাবকদের খবর দিলে তারা থানায় আসেন। তাদের জিম্মায় তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।