রাজধানীর গেন্ডারিয়া থানার ধোলাইখাল এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত (৮ মে) সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, মোটরসাইকেল চালক ফার্নিচার ব্যবসায়ী আবুল খায়ের (৩০), অন্য আরেকটি ফার্নিচার দোকানের কর্মচারী সাব্বির হোসেন (২৬)। এ দুর্ঘটনায় নাঈম (১৭) নামে এক কিশোর সামান্য আহত হয়েছেন।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ সময় ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে। দুর্ঘটনায় হতাহত তিন জনই একটি মোটরসাইকেলে ছিলেন, তাদের কারও হেলমেট পরা ছিল না। তারা ফার্নিচারের কাজ করেন। রাতে কাজ শেষে তেহারি খেয়ে একই মোটরসাইকেল করে শ্যামপুর ঢালকা নগর তাদের বর্তমান ঠিকানার বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আবুল খায়ের। তাদের তিন জনের বাসা একই এলাকায়।’
ফেরার পথে ধোলাইখাল কাউয়ারটেক এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেল টিকে ধাক্কা দেয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘তিন জনই মোটরসাইকেল নিয়ে পড়ে যান। একজন পড়েন বাম দিকে, আর দুজন পড়েন ডান দিকে। ট্রাকটি দুজনের ওপর (মাথার) দিয়ে চলে যায়। এতে ওই দুজন ঘটনাস্থলে প্রাণ হারান। বাম দিকের জন সামান্য আহত হন।
তিনি বলেন, ‘জাতীয় সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।’
তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে চালককে শনাক্ত করে গ্রেফতার করতে তদন্ত চলছে।’
নিহত আবুল খায়েরের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়, আর সাব্বিরের বাড়ি গোপালগঞ্জ জেলায়।