গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে তাকে তলব করা হয়।

দুদক জানায়, জাহাঙ্গীর আলম বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করেছেন, এই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তাকে তলব করা হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ আদনান বাংলা ট্রিবিউনকে জানান, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

তিনি জানান, এ বিষয়ে উচ্চ আদালত থেকে এই অভিযোগ অনুসন্ধানের জন্য বলা হয়েছে। সে জন্য তার বক্তব্য জানতে আগামী ২১ ও ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে তার বক্তব্য জানাতে বলা হয়েছে।

এর আগে ২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।