ছেলের আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ বাবার ফোন

পাবনার সাঁথিয়া কাঁচা বাজার এলাকা থেকে মঙ্গলবার (১৬ মে) বিকালে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার ১৮ বছর বয়সী ছেলে ঘরের দরজা বন্ধ করে হাত-পা কাটার চেষ্টা করছে। আত্মহত্যার হুমকি দিচ্ছে। তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও দরজা খুলছে না। দরজা ভাঙার চেষ্টা করলে ফাঁসি নেওয়ার হুমকি দিচ্ছে। কলার দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানান।

৯৯৯-এর মূল কার্যালয় থেকে সাঁথিয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। খবর পেয়ে সাঁথিয়া থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ছেলেটিকে বুঝিয়ে শান্ত করলে এক পর্যায়ে সে দরজা খুলে বেরিয়ে আসে।

বুধবার (১৭ মে) বিকালে ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ওই পরিবারটির কাছে জানা যায়, ছেলেটির বাবা নৌবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। তার ছেলে প্রচুর টাকা অপচয় করতো এবং লেখাপড়া ছেড়ে দিয়েছে। এসব বিষয় নিয়ে তাকে শাসন করায় এবং টাকা দেওয়া বন্ধ করায় অভিমানে সে আত্মহত্যার চেষ্টা করে।’