রিকশাচালক সেন্টুর চিকিৎসার দায়িত্ব নিলেন শ্রম প্রতিমন্ত্রী

পত্রিকায় সংবাদ দেখে রাজশাহী শহরের রিকশাচালক মইনুজ্জামান সেন্টুর তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থাপন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

শুক্রবার (২০ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ‘নাকে অক্সিজেনের নল লাগিয়ে রিকশা চালানো সেন্টু এখন হাসপাতালে চিকিৎসাধীন’ এমন একটি সংবাদ শ্রম প্রতিমন্ত্রীর দৃষ্টি গোচর হলে তাৎক্ষণিকভাবে সেন্টুর চিকিৎসার খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন শ্রম ও কর্মসংস্থাপন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। একইসঙ্গে তিনি শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে তার চিকিৎসা সহায়তার ঘোষণা দেন।

সূত্র জানিয়েছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের রাজশাহীর উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফুসফুসের সমস্যায় ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মইনুজ্জামান সেন্টুর চিকিৎসার খোঁজ খবর রাখছেন।

উল্লেখ্য, শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, সরকার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়।