সমন্বিত উদ্যোগে পর্যটক বাড়বে বাংলাদেশ-শ্রীলঙ্কার

বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর্যটন উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন সেনেভিরাত্নে।

সোমবার (২৯ মে) বিকালে পল্টনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) কার্যালয়ে আয়োজিত বিজনেস টু বিজনেস সেশনে তিনি এ কথা বলেন। আটাব সদস্য ও শ্রীলঙ্কান ট্যুর অপারেটরদের মধ্যে এ সেশন অনুষ্ঠিত হয়।

হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাত্নে বরৈন বলেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সব সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। সংস্কৃতি, খাবারসহ নানা বিষয়ে দুদেশের মধ্য মিলও রয়েছে। পর্যটন শিল্পের উন্নয়নে ভবিষ্যতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এক সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। সমন্বিত উদ্যোগে কাজ করলে দুদেশের পর্যটনে সুফল আসবে।349637490_626490336031796_5000997270591564978_n

আটাব মহাসচিব আবদুস সালাম আরেফ বাংলাদেশের পর্যটনের সম্ভাবনার চিত্র তুলে ধরেন। আটাব মহাসচিব বলেন, বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক নানা বিষয়ে পর্যটনের অনন্য উপাদান। শ্রীলঙ্কা ও বাংলাদেশ যৌথভাবে পর্যটন বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। দুদেশের বাণিজ্য সহযোগিতার পাশাপাশি পর্যটনও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

বি টু বি সেশনটিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় ৩০টি ট্যুর অপারেটর অংশগ্রহণ করেন। উভয় দেশের ট্যুর অপারেটররা নিজ নিজ দেশে ট্যুর প্যাকেজ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার ডেপুটি হাইকমিশনার রুয়ান্থি ডেলপিতিয়া, ফার্স্ট সেক্রেটারি শ্রীমালী জয়ারথনে, শ্রীলঙ্কা ট্যুরিজম প্রকোশন ব্যুরোর পরিচালক মাধুভানি পেরেরা, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ম্যানেজার (বাংলাদেশ)শারুকা বিক্রমা আদিত্য, আটাব সভাপতি আফসিয়া জান্নাত সালেহ, যুগ্মমহাসচিব আব্দুল হামিদ, অর্থসচিব আব্দুর রাজ্জাক, জনসংযোগ সচিব আতিকুর রহমান, সাংস্কৃতিক সচিব তোহা চৌধুরী প্রমুখ।