ইউনিফর্ম হচ্ছে এভসেক সদস্যদের

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীনে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) পরিচালিত হয় বিমান বাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে। বর্তমানে প্রত্যেকে নিজ নিজ বাহিনীর ইউনিফর্ম পরিধান করে। ফলে আলাদাভাবে এভসেক সদস্য হিসেবে তাদের চিহ্নিত করা যায় না।

তবে এভিয়েশন সিকিউরিটির সদস্যদের জন্য অভিন্ন ইউনিফর্ম করা হবে বলে জানালেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

রবিবার (২৫ জুন) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এভিসেক নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, এভসেকে বিভিন্ন সংস্থা থেকে লোকজন এসে কাজ করেন। তারা ভিন্ন ভিন্ন বাহিনীর সদস্য হলেও এভিয়েশন সিকিউরিটি বিষয়েই কাজ করেন। তাই তাদের একটা ইউনিফর্ম করা হচ্ছে।

ইউনিফর্মের ডিজাইনও ফাইনাল করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানান তিনি।