বৃষ্টির কারণে ভোগান্তি পশুর হাটে (ফটো স্টোরি)

মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গরুর হাটগুলোতে। বৃষ্টির পানিতে অনেক হাটেই হাঁটু পানি জমে যায়। কোথাও জমেছে কাদা। ফলে পশুর হাটগুলোতে বেচাকেনা করতে যাওয়া মানুষ পড়েছেন  বেশ ভোগান্তিতে। রাজধানীর কমলাপুর ও ধোলাইখাল পশুর হাটে গিয়ে দেখা যায় বৃষ্টির প্রভাবে হাটগুলো অনেকটাই ফাঁকা। পশু আনা-নেওয়ায় ভোগান্তির কারণেই এই শেষ সময়েও হাটগুলো ফাঁকা বলে জানা গেছে।

পশুর হাটে বৃষ্টির পানি

গরু নিয়ে রাস্তা পার হচ্ছেন

পানির মধ্যেই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা

কাদা-জল পেরিয়েই হাটে ক্রেতা-বিক্রেতার সমাগম

ছাগল রাখার স্থানটিতে অবশ্য তেমন কাদা-পানি নেই

কাদার মধ্যেই হাটে হাঁটছেন ক্রেতারা

দূর থেকে পশুর হাট, ছাতা নিয়েই হাজির ক্রেতারা

হাটের এই অংশে অবশ্য ক্রেতা-বিক্রেতার ভিড় লক্ষনীয়

হাটের পাশে কমলাপুরের সড়কে জমেছে পানি