দুদকের কমিশনার হলেন আছিয়া খাতুন

সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন রবিবার (২ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে যোগ দিয়েছেন। শনিবার (১ জুলাই) দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়। আছিয়া খাতুন কমিশনার (অনুসন্ধান) পদে স্থলাভিষিক্ত হলেন।

দুদকের সহকারী পরিচালক শফিউল্লাহ আদনান জানান, আছিয়া খাতুনকে দুদকের কমিশনার পদে নিয়োগ দিয়ে গত ১৩ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারার বিধানমতে তাকে দুদকের কমিশনার পদে নিয়োগ করার বিষয়টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে কমিশনার হিসেবে আছিয়া খাতুনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো।

কমিশনের সম্মেলন কক্ষে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ফুল দিয়ে তাকে স্বাগত জানান। কমিশনের সচিব মো. মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

দুদকের নতুন কমিশনার আছিয়া খাতুন